বিচারপ্রার্থীদের জন্য চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা। আজ সোমবার ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি এ এস এম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক কাশেম কামাল, প্রধান সমন্বয়কারী বদরুল হুদা মামুন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সম্পাদক জাহিদ বীরু ও জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।