হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হামলা, আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিক মোক্তার হোসেনের ওপর করা হামলার ঘটনায় মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা দিকে দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক মোক্তার হোসেন দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি। 

জানা যায়, গতকাল সোমবার আনুমানিক দুপুর ৩টার দিকে দাউদকান্দি উপজেলা পরিষদের প্রবেশপথ বিয়াম স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ওপর করা হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক মহল। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সাংবাদিক এম. এ করিম সরকার, মোহাম্মদ আলী শাহীন, রাশেদুল ইসলাম লিপু, মো. ওমর ফারুক মিয়াজী, আলমগীর হোসেন, লিটন সরকার বাদল, আনিসুর রহমান খান, শরীফ প্রধান, হোসাইন মোহাম্মদ দিদার। 

হামলার ঘটনায় বিচারের দাবি করে আরও বক্তব্য রাখেন-দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন রকিব ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা