হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত ৭৮৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে রেকর্ড। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ শতাংশের বেশি। গতকাল ছিল ৩৪ শতাংশের কম। এর আগে গতকাল বৃহস্পতিবার ৭১৩ জনের করোনা শনাক্ত হয়।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭৮৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৫১০ এবং বিভিন্ন উপজেলার ২৭৩ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৪৩ ও সীতাকুণ্ডে ৪২ জন।

আগের দিন বৃহস্পতিবার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের শনাক্ত হয়। এ সময় মারা যান ৯ জন। বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৬৯৩ জনের। এর মধ্যে নগরের ৪৯ হাজার ২৮২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ৪১৪ জন। 
এ ছাড়া চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৫৪ জন। এর মধ্যে নগরের ৪৮৮ এবং বিভিন্ন উপজেলার ২৬৬ জন।

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি