হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউএস বাংলা এয়ারলাইনের টিকিটে ১৫ শতাংশ ছাড় 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পেনিনসুলা চিটাগং হোটেলে শুরু হয়েছে তিন দিন ব্যাপী পর্যটন মেলা। মেলা উপলক্ষে অংশ নেওয়া পর্যটন কোম্পানিগুলোও ছাড় দিচ্ছে। দেশ-বিদেশের ২৪টি প্রতিষ্ঠান ৩০টি স্টলে তাদের পণ্য তুলেছে। মেলা উপলক্ষে ইউএস বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতিটি টিকিটে ১৫ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে।

ইউএস বাংলা এয়ার লাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ভ্রমণবিষয়ক সব ইভেন্টে ইউএস বাংলা এয়ারলাইনস অংশ নিচ্ছে। যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ছাড় দেওয়া হচ্ছে।

মহাব্যবস্থাপক আরও বলেন, শীতকালীন ভ্রমণের বিষয়েও আমরা বেশ কিছু প্যাকেজ হাতে নিয়েছি। পর্যটকেরা কম খরচে মালদ্বীপ, কুয়ালামপুর, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দুবাইয়ে ঘুরতে পারবেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে কক্সবাজার, সিলেটসহ দর্শনীয় জায়গায় যাওয়ার প্যাকেজ রয়েছে।

পর্যটকদের জন্য ইউএস বাংলা এয়ারলাইনস যেসব প্যাকেজ বর্তমানে রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে প্রতিজন ৩৪ হাজার ৮০০ টাকার মধ্যে তিন দিন দুই রাতের প্যাকেজ রয়েছে। প্যাকেজের মধ্যে রিটার্ন এয়ারটিকেট (ঢাকা-ব্যাংকক-ঢাকা), হোটেলে থাকা ও সকালের নাশতা। মালদ্বীপে তিন দিন দুই রাতে ৪৮ হাজার ৫০০। কলকাতায় তিন দিন দুই রাতের জন্য ১৮ হাজার ৬৯০, দুবাইয়ে তিন দিন দুই রাতের জন্য ৮৪ হাজার।

এদিকে সিঙ্গাপুর তিন দিন দুই রাত ৬৪ হাজার ৯৯০, কুয়ালামপুর তিন দিন দুই রাত ৫২ হাজার ৯০০। সব প্যাকেজে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও বাফেটে সকালের নাশতা রয়েছে। এ ছাড়া দেশের মধ্যে তিন দিন দুই রাতের জন্য ১২ হাজার ৯৯০, সিলেটে তিন দিন দুই রাতের জন্য ১১ হাজার ৫০০। 

শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আছে আয়োজনে। আয়োজনটির টাইটেল স্পনসর হিসেবে সহায়তা করছে বেসরকারি খাতের নবীনতম এয়ারলাইন এয়ার এস্ট্রা। প্রথম সারির অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকেটস মেলার স্পনসর হিসেবে দায়িত্ব পালন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কোম্পানিসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার এন্ট্রা, গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্টস, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, আরশিনগর ফিউচার পার্ক অ্যান্ড রিসোর্ট, প্রবাসী পল্লী গ্রুপ, কসমস হলিডে, ইওর ট্রাভেল লিমিটেড, ট্যুর ইস্ট ভ্যাকেশন্স, ওয়ার্ল্ড ফেমাস ট্যুর।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১