হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১২টা থেকে সোয়া ২টা থেকে পর্যন্ত পুলিশের সহযোগিতায় প্রক্টোরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 

আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও আলাওল হল। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, রড, ইট-পাটকেল ও কাচের বোতল। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলের কক্ষ দখল, টেন্ডারের টাকা ভাগবাটোয়ারা ও গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে কোন্দল চলছিল। গত সোমবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে এলে দেলওয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৫ জন কর্মী আহত হন। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যেই কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। 

গতকাল শুক্রবার বিকেলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষের একপর্যায়ে আল আমিনের অনুসারীরা এফ রহমান ও আলাওল হল থেকে এসে সোহরাওয়ার্দী হলে অতর্কিতভাবে হামলা করে। পরে সোহরাওয়ার্দী হল থেকে দেলোয়ারের অনুসারীরা বের হলে সংঘর্ষ শুরু হয়। 

এ সময় পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। এক পক্ষ ওপর পক্ষের দিকে অনবরত ইটপাটকেল ছুড়তে থাকে। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী হলের আটটি কক্ষ। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পরই হলে তল্লাশি অভিযান চালায় প্রশাসন। 

বিশ্বিবদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হলে বহিরাগত ও বহিষ্কৃতরা অবস্থান করছে এমন খবরে আমরা দুইটি হলে তল্লাশি চালিয়েছি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা তল্লাশি অভিযানে আমরা বেশকিছু রামদা, রড, ইট-পাটকেল ও কাঁচের বোতল উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নেব।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ