হোম > সারা দেশ > বান্দরবান

লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়ক বন্ধ

প্রতিনিধি, লামা (বান্দরবান)

সড়কের কালভার্ট ভেঙে পাথরবোঝাই একটি ট্রাকের চাকা ঢুকে যাওয়ায় লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ইয়াংছা বাজারপাড়ার কালভার্টে এ ঘটনা ঘটে।

ইয়াংছা এলাকার ওয়ার্ড মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, সকালে চট্টগ্রাম থেকে আসা পাথরবোঝাই একটি বড় ট্রাক ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের কালভার্টের ওপর উঠলে এটি ভেঙে ট্রাকের পেছনের দুই চাকা ঢুকে যায়। এ কারণে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ দিকে ট্রাকের চালক মো. মহিন উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে গতকাল রাতে ৩০ টন পাথর বোঝাই করে আলীকদমে নিয়ে যাচ্ছিলাম। পাথরগুলো আলীকদম-কুরুকপাতা-পোয়া মুহুরী সড়ক নির্মাণকাজে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির। 

স্থানীয় এলাকাবাসী মো. আরিফুল ইসলাম ও পাড়ার সরদার মো. শাহ আলম জানান, গত বছর এ সড়কটি নির্মাণ করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। সড়ক নির্মাণ চলাকালে পুরোনো এ কালভার্টটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দাবি জানালেও তাঁরা তা না করে কালভার্টের ওপর কার্পেটিং বসিয়ে কাজ শেষ করে চলে যায়। এ কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। 

এ ব্যাপারে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ বলেন, ট্রাকটি দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির