হোম > সারা দেশ > বান্দরবান

লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়ক বন্ধ

প্রতিনিধি, লামা (বান্দরবান)

সড়কের কালভার্ট ভেঙে পাথরবোঝাই একটি ট্রাকের চাকা ঢুকে যাওয়ায় লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ইয়াংছা বাজারপাড়ার কালভার্টে এ ঘটনা ঘটে।

ইয়াংছা এলাকার ওয়ার্ড মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, সকালে চট্টগ্রাম থেকে আসা পাথরবোঝাই একটি বড় ট্রাক ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের কালভার্টের ওপর উঠলে এটি ভেঙে ট্রাকের পেছনের দুই চাকা ঢুকে যায়। এ কারণে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ দিকে ট্রাকের চালক মো. মহিন উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে গতকাল রাতে ৩০ টন পাথর বোঝাই করে আলীকদমে নিয়ে যাচ্ছিলাম। পাথরগুলো আলীকদম-কুরুকপাতা-পোয়া মুহুরী সড়ক নির্মাণকাজে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির। 

স্থানীয় এলাকাবাসী মো. আরিফুল ইসলাম ও পাড়ার সরদার মো. শাহ আলম জানান, গত বছর এ সড়কটি নির্মাণ করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। সড়ক নির্মাণ চলাকালে পুরোনো এ কালভার্টটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দাবি জানালেও তাঁরা তা না করে কালভার্টের ওপর কার্পেটিং বসিয়ে কাজ শেষ করে চলে যায়। এ কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। 

এ ব্যাপারে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ বলেন, ট্রাকটি দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী