হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবির সড়ক দিয়ে মানুষ চলাচল করতে পারবে: জিএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়া এলাকায় সড়কটি দিয়ে জনসাধারণ চলাচল করতে পারবেন। আজ বৃহস্পতিবার পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন। ওই সড়কে বাইরের লোকজন যাতে পরিবহন ব্যবহার করতে না পারে সে জন্য ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আজ বিকেলে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল নির্মাণের প্রকল্পের সঙ্গে সড়ক বন্ধ করার কোনো সম্পর্ক নেই। ওই সড়ক দিয়ে বাইরের লোকজন যখন-তখন গাড়ি ঢুকায় দিচ্ছে। সে জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। ওই এলাকায় যারা বসবাস করছেন তারা সড়কটি ব্যবহার করতে পারবেন।’ 

উল্লেখ্য, এর আগে রেলওয়ের পক্ষ থেকে সাইনবোর্ডটি টাঙানো হয়। সেখানে ওই সড়ক দিয়ে জনসাধারণ চলাচল না করতে বলা হয়। সড়কটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে উল্লেখ করে বিকল্প রাস্তা ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণে বিরোধিতাকারী ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। 

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক