হোম > সারা দেশ > বান্দরবান

প্রবল বর্ষণে সড়কে পড়ল বিশালাকার পাথর, ৪ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল

থানচি (বান্দরবান) প্রতিনিধি

টানা চার দিন এবং গতকাল বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণে বান্দরবানের থানচিতে বড় একটি পাথর পড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল। আজ শুক্রবার বান্দরবান-থানচি সড়কে নীলগিরির পর্যটনকেন্দ্রের নিকটবর্তী গ্যালেঙ্গা ঝিঁড়ি মাথা কালা পাহাড় থেকে পাথরটি ধসে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, গতকাল মধ্যরাতে প্রবল বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি পর্যটনকেন্দ্র ও নিল দিগন্ত পর্যটনকেন্দ্রের মাঝামাঝি কালা পাহাড় এলাকায় সড়কের ওপর বড় একটি পাথর এসে পড়ে। এতে থানচির সঙ্গে সড়কযোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ শুরু করে। কিন্তু বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় তারা ব্যর্থ হয়। পরে সকাল ৮টায় পাথরটি অপসারণে সেনাবাহিনীর ১৬ ইসিবি অনুরোধ করা হলে বেলা সাড়ে ১১টায় পাথরটি অপসারণ করা হয়। দুপুর ১২টা থেকে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

থানচি উপজেলা ফায়ার স্টেশনে ফায়ার লিডার তরুণ জ্যোতি বড়ুয়া জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের বিশাল পাথরটি চার ঘণ্টার চেষ্টায় অপসারণ করতে স্বক্ষম হন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ