করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধ অমান্য করায় সর্বোচ্চ ১৫১টি মামলার পাশাপাশি ৬৯টি যানবাহন আটক করেছে পুলিশ।
নগর পুলিশের বিভিন্ন জায়গায় স্থাপিত চেকপোস্টে এসব মামলা ও যানবাহন আটক হয়েছে। সিএমিপি’র মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আরাফাতুল ইসলাম বলেন, আটকের মধ্যে মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন রয়েছে। পুলিশ জানায়, গত পয়লা জুলাই থেকে সরকারের ঘোষিত কঠোর লকডাউনে নগর পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত মোট দুই শতাধিক মামলা করা হয়েছে।