হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে কোনোভাবেই নৌ দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না 

রাঙামাটি প্রতিনিধি

কোনোভাবেই নৌ দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কাপ্তাই হ্রদে। প্রতি বছর কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ছে পর্যটকবাহী বোটগুলো। এতে ঘটছে প্রাণহানি। রাঙামাটির ডিসি বাংলো এলাকায় সবচেয়ে বেশি হচ্ছে নৌ দুর্ঘটনা। গত ৯ বছরে এ এলাকায় নৌ দুর্ঘটনায় মারা গেছে ১০ জন। দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারির দাবি উঠেছে।

১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের সময় নৌ চলাচলের সুবিধার্থে নিচু এলাকার গাছগুলো কেটে ফেলে তৎকালীন সরকার। তবে রাঙামাটি ডিসি বাংলো এলাকায় বড় গাছগুলো মাটির লেভেলে কেটে ফেলা সম্ভব হয়নি। অর্ধেকে কেটে ফেলে রাখা এসব গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

প্রতি বছর শুষ্ক মৌসুমে গাছের গোড়াগুলো পানিতে ডুবুডুবু অবস্থায় থাকায় এসব গোড়ার ওপর প্রায় উঠে যাচ্ছে বোটগুলো। গত ৯ বছরে শুধু ডিসি বাংলো এলাকায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছন বোট মালিকরা। এতে মারা গেছে ১০ জন। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি মারা গেল ২ জন।

লঞ্চচালক জালাল উদ্দিন বলেন, ‘শুষ্ক মৌসুমে ডিসি বাংলো এলাকায় লঞ্চ চালাতে ভয় হয়। কারণ কোথায় গাছের গোড়া ডুবন্ত অবস্থায় আছে কারোর কাছে তথ্য নেই। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর আজ পর্যন্ত হ্রদে ঝুঁকিপূর্ণভাবে থাকা এসব গাছের গোড়াগুলো চিহ্নিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। এর আগে একাধিকবার বলা হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।’ 

জেলা প্রশাসক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএকে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু করা হয়েছে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চট্টগ্রাম অঞ্চলের নৌযান সহায়ক যন্ত্রাপাতি প্রকৌশলী মোশারফ হোসেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে