হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার সংকট, বাড়ছে রোগীর চাপ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই বাড়ছে রোগীর চাপ। ৩১ শয্যার হাসপাতালটিতে চলতি সপ্তাহে শুধু ডায়রিয়া ও ঠান্ডাজনিত কারণে ২১০ জন রোগী ভর্তি হয়েছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন রাগী, আউটডোরে ৩২৮ জন। এর মধ্যে ৭৪ শিশু, মহিলা রোগী ১৫০ জন এবং পুরুষ রোগী ১০৪ জন। গত সপ্তাহ ধরে হঠাৎ করে ডায়রিয়ার পাশাপাশি শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ তাদের সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানির সংকটসহ অনিরাপদ পানি পানের কারণে গত মাসের শেষ দিকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের একমাত্র প্রতিষ্ঠান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রাণকেন্দ্র চর আলেকজান্ডারে অবস্থিত ৩১ শয্যার হাসপাতালটি চলছে ২০ শয্যা হাসপাতালের অবকাঠামোর মধ্যে। জনবলের সংকটের মধ্য দিয়ে প্রতিদিন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ৩১ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় রূপান্তর করা এখন সময়ের দাবি বলে জানান তিনি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার