হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার সংকট, বাড়ছে রোগীর চাপ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই বাড়ছে রোগীর চাপ। ৩১ শয্যার হাসপাতালটিতে চলতি সপ্তাহে শুধু ডায়রিয়া ও ঠান্ডাজনিত কারণে ২১০ জন রোগী ভর্তি হয়েছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন রাগী, আউটডোরে ৩২৮ জন। এর মধ্যে ৭৪ শিশু, মহিলা রোগী ১৫০ জন এবং পুরুষ রোগী ১০৪ জন। গত সপ্তাহ ধরে হঠাৎ করে ডায়রিয়ার পাশাপাশি শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ তাদের সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানির সংকটসহ অনিরাপদ পানি পানের কারণে গত মাসের শেষ দিকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের একমাত্র প্রতিষ্ঠান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রাণকেন্দ্র চর আলেকজান্ডারে অবস্থিত ৩১ শয্যার হাসপাতালটি চলছে ২০ শয্যা হাসপাতালের অবকাঠামোর মধ্যে। জনবলের সংকটের মধ্য দিয়ে প্রতিদিন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ৩১ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় রূপান্তর করা এখন সময়ের দাবি বলে জানান তিনি।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত