হোম > সারা দেশ > কক্সবাজার

ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক হিসেবে পতাকা ওড়ানোর জন্য বাড়ির ছাদে উঠতে গিয়ে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তর তারাবনিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই কিশোরের নাম মোহাম্মদ মুসা (১৫)। উত্তর তারাবনিয়াছড়া এলাকার নুরুল হকের ছেলে মুসা। সে কক্সবাজার সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

মুসার বড় ভাই ফারুক আহমেদ বলেন, ‘এক প্রতিবেশীর বহুতল ভবনের ছাদে ফুটবলের প্রিয় দল ব্রাজিলের পতাকা ওড়াতে যায় মুসাসহ আরও কয়েকজন বন্ধু। ওপরে ওঠার সিঁড়ি বন্ধ থাকায় মুসা ও আরেক বন্ধু ভবনটির পানি সঞ্চালনের পাইপ বেয়ে তিনতলা পর্যন্ত পৌঁছায়। একপর্যায়ে মুসা তিনতলার পাইপ থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মৃতের স্বজনদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ