হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিএনপি নেতা এ্যানীর বাসায় হামলা, ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর শহরের বাসায়  হামলা ও ভাঙচুর হয়েছে।  আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা গতকাল সন্ধ্যায় এ হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। হামলায় এ্যানীর ছেলে শাহরিয়ার চৌধুরী, ভাই আরিফুল ইসলাম, কেয়ার টেকার এমকে আরিফ ও মানিকসহ ৪ জন আহত হয়েছেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হ‌ুমায়ূন কবির পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সদর উপজেলার খিলবাইছা এলাকা বিএনপির বিক্ষোভ সমাবেশ হচ্ছিল। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ওই সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নেন। এই সুযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা এ্যানীর বাসায় অতর্কিত হামলা চালায়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা হ‌ুমায়ূন কবির ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি। তারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার  প্রতিবাদে সদর উপজেলার পালেরহাট এলাকা দলীয় কর্মসূচি শেষে আমাদের নেতা–কর্মীরা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসার সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

এ্যানীর বাসায় হামলার ঘটনায় আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন নেতা-কর্মী জড়িত নন। তারা নিজেরাই এই হামলা চালিয়ে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, এ্যানীর বাসায় হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ