হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যাম্পাসের গাছের ফল না খাওয়ার নির্দেশ চবি প্রশাসনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে লিজ দেওয়া জমি ও পাশের এলাকায় স্থানীয়দের চাষ করা ফলমূল না খেতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতিসম্প্রতি এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় তাঁদের আবাদ করা ফসল বিনষ্টের বিষয়ে অভিযোগ করে আসছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীকে এমন কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরের কিছু জায়গা লিজ নিয়ে অনেকে চাষাবাদ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায়ও স্থানীয়রা বিভিন্ন ফসল ও ফলমূল চাষাবাদ করেন। কিন্তু শিক্ষার্থীরা দল বেঁধে তাঁদের এসব ফলমূল ও ফসল নিয়ে আসে বলে তাঁরা অভিযোগ করে আসছে। আমরা তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছি।’ 

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের ফলমূল শিক্ষার্থীরা না খেলে খাবে কারা? বিশ্ববিদ্যালয়ের এতই টাকার অভাব হলে তাঁরা যেন বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও যেন অন্য রুটে ভাড়া দেয়। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল