হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইসিইউতে মারা যাওয়া ৮৯ ভাগ রোগী স্বাস্থ্যজটিলতায় ভুগছিলেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৮৯ শতাংশ রোগী আগে থেকে বিভিন্ন ধরনের কো-মরবিডিটি বা নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৩৪ জন রোগীর ওপর চার মাস ধরে গবেষণা করে এই তথ্য পেয়েছেন গবেষকেরা। 

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য গৌতম বুদ্ধ দাশ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসমাইল খানের নেতৃত্বে এ যৌথ সমীক্ষা পরিচালিত হয়। আজ বুধবার সিভাসুতে এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণার বিস্তারিত তুলে ধরেন মো. ইসমাইল খান। 
 
ইসমাইল জানান, আইসিইউতে চিকিৎসাধীন থাকা এসব রোগীর রক্তের শ্বেতকণিকা, হিমোগ্লোবিন, অক্সিজেনের চাপ, সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি), ফেরিটিন এবং ডি ডাইমারের মাত্রা ছিল মারাত্মক কম বা বেশি। এই উপাদানগুলোর বড় রকমের হেরফেরের কারণে আইসিইউতে ভর্তি হওয়ার পরও তাঁদের বাঁচানো যায়নি। 

গবেষণায় দেখা যায়, আইসিইউতে ভর্তি থাকা ২৩৪ রোগীর মধ্যে ১৫৬ জন মৃত্যুবরণ করেন। সুস্থ হয়ে ফেরেন ৭৮ জন। মৃত্যু হওয়া ৭৩ শতাংশ রোগীর বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব। সব মিলিয়ে মৃত্যুবরণ করা ৮৯ দশমিক এক শতাংশ রোগী বিভিন্ন ধরনের কো-মরবিডিটি বা আগে থেকে নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। 

জরিপে দেখা যায়, ৭৫ দশমিক ৫ শতাংশ রোগীর শ্বেত রক্তকণিকার পরিমাণ ছিল স্বাভাবিক মাত্রার চেয়ে ৪০০০-১১০০০ ঘন মিলিমিটার অধিক। মৃত্যু হওয়া এসব রোগী এই শ্বেত রক্তকণিকা মাত্রা ছিল ২৬১১০ দশমিক ৬ ঘন মিলিমিটার। অর্থাৎ করোনা আক্রান্ত রোগীর শ্বেত রক্তকণিকা ২৬১১০ দশমিক ৬ ঘন মি. মি বেশি হলে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। 

মৃত্যু হওয়া ৫১ দশমিক ৪ শতাংশ রোগীর হিমোগ্লোবিনের পরিমাণ ছিল স্বাভাবিক মাত্রার চেয়ে কম, যার গড় পরিমাণ ১০ দশমিক ৬ ডেসিলিটার। যার স্বাভাবিক মাত্রা ১২-১৭ ডেসিলিটার। এ ছাড়া মৃত্যু হওয়া ৭২ দশমিক ৯ শতাংশ রোগীর অক্সিজেনের চাপ ৫০ দশমিক ৪ শতাংশে নেমেছিল। যার স্বাভাবিক মাত্রা ৭০-৯০ শতাংশ। 

 ৯৮ দশমিক ৪ শতাংশ রোগীর রক্তে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। স্বাভাবিক মাত্রা লিটারে ৫ মিলিগ্রামের কম। কিন্তু সিআরপি প্রতি লিটারে গড়ে ১০২ দশমিক ৪ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া গেছে। 

আবার ৭৬ দশমিক এক শতাংশ রোগীর রক্তে ট্রপোনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, শূন্য দশমিক ৮১ ন্যানোগ্রাম পর্যন্ত ছিল। এর স্বাভাবিক মাত্রা শূন্য দশমিক ৪ ন্যানোগ্রাম। মৃত্যুবরণকারী ৬৫ দশমিক ২ শতাংশ রোগীর রক্তে ডি-ডাইমারের পরিমাণ স্বাভাবিকের (০.৫ মাইক্রোগ্রাম/মিলিলিটারের কম) চেয়ে উচ্চমাত্রা পরিলক্ষিত হয়, যা ছিল ২ দশমিক শূন্য ২ মাইক্রোগ্রাম। 

মৃত্যুবরণকারী ৭৫ শতাংশ রোগীর রক্তে ফেরিটিনের স্বাভাবিকের চেয়ে উচ্চমাত্রা পরিলক্ষিত হয়, যার পরিমাণ ছিল প্রতি মিলিলিটারে ৯০১ দশমিক ৫ ন্যানোগ্রাম। স্বাভাবিক মাত্রা ৯ থেকে ৩৭০ ন্যানোগ্রাম/মিলিলিটার। 
গবেষণায় দেখা যায়, আইসিইউতে মৃত্যু হওয়া ৮৯ দশমিক এক শতাংশ রোগী (১৩৯ জন) আগে এক বা একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। যাদের মধ্যে ৯৩ জন ব্যক্তি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদ্রোগ ও হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

গবেষণাকাজে যুক্ত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া, সহকারী অধ্যাপক ইফতেখার আহমেদ, জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. আবদুর রব, জুনিয়র কনসালট্যান্ট রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালট্যান্ট মৌমিতা দাশ, সিভাসুর বৈজ্ঞানিক কর্মকর্তা ত্রিদীপ দাশ, সিভাসুর মলিকিউলার বায়োলজিস্ট প্রণেশ দত্ত, সিরাজুল ইসলাম ও তানভির আহমেদ নিজামী। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়