হোম > সারা দেশ > নোয়াখালী

সড়ক দুর্ঘটনায় নিহত নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারকে চেক প্রদান

নোয়াখালী প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে নিহতের মা পাপিয়া রাণী দাসের হাতে চেকটি তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় উপাচার্য অজয়ের অকালমৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার শান্তি কামনা করেন। 

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা) মো. জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমানসহ প্রমুখ। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জেলার সদর উপজেলায় সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগরে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় ট্রাকচাপায় নিহত হন অজয় মজুমদার। নিহতের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলায়। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে