হোম > সারা দেশ > নোয়াখালী

সড়ক দুর্ঘটনায় নিহত নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারকে চেক প্রদান

নোয়াখালী প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে নিহতের মা পাপিয়া রাণী দাসের হাতে চেকটি তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় উপাচার্য অজয়ের অকালমৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার শান্তি কামনা করেন। 

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা) মো. জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমানসহ প্রমুখ। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জেলার সদর উপজেলায় সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগরে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় ট্রাকচাপায় নিহত হন অজয় মজুমদার। নিহতের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলায়। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির