হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদল নেতা মো. বেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। 

নিহত বেলাল উদ্দিন (৪৫) জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং পূর্ববিরবিরি গ্রামের আবদুল মালেকের ছেলে। 

নিহতের চাচা আফছার উদ্দিন জানান, আজ মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একই সঙ্গে অন্য মোটরসাইকেলে এসে পেছন থেকে বেলালের মাথায় ধারালো বস্তু দিয়ে আঘাত করে। 

এ সময় বেলাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, সোহেল ও জুয়েল আওয়ামী লীগের কর্মী বলে এলাকায় পরিচিত। তাঁরা জেলা পরিষদের সাবেক মেম্বার বাসার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের পক্ষের লোক। 

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, বেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির