হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের পাঁচ দিন পর সৈকতে মিলল জেলের মরদেহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ইন্দ্র দাস বাড়ির রাজেন্দ্র দাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

নির্মল দাসের বড় ভাই পরিমল দাস জানান, ১ মে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাঁর ভাই। একপর্যায়ে ভাইকে খোঁজাখুজি শুরু করলে স্থানীয় লোকজন নির্মলকে বঙ্গোপসাগরে গোসল করতে দেখেছিলেন বলে জানান। পরে সাগরতীরে খোঁজ করলেও তাঁর কোনো হদিস মেলেনি। পরিমল দাস আরও জানান, নির্মলের খোঁজ পেতে গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। তাঁরা মরদেহটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর বলেন, গুলিয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা জেলের মরদেহটি তাঁর স্বজনেরা শনাক্ত করেছেন। বঙ্গোপসাগরে গোসলের সময় অসাবধানতাবশত ওই জেলে জোয়ারে ভেসে যান। তিনি মানসিক ভারসাম্যহীন ও নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২