হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের পাঁচ দিন পর সৈকতে মিলল জেলের মরদেহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ইন্দ্র দাস বাড়ির রাজেন্দ্র দাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

নির্মল দাসের বড় ভাই পরিমল দাস জানান, ১ মে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাঁর ভাই। একপর্যায়ে ভাইকে খোঁজাখুজি শুরু করলে স্থানীয় লোকজন নির্মলকে বঙ্গোপসাগরে গোসল করতে দেখেছিলেন বলে জানান। পরে সাগরতীরে খোঁজ করলেও তাঁর কোনো হদিস মেলেনি। পরিমল দাস আরও জানান, নির্মলের খোঁজ পেতে গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। তাঁরা মরদেহটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর বলেন, গুলিয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা জেলের মরদেহটি তাঁর স্বজনেরা শনাক্ত করেছেন। বঙ্গোপসাগরে গোসলের সময় অসাবধানতাবশত ওই জেলে জোয়ারে ভেসে যান। তিনি মানসিক ভারসাম্যহীন ও নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা