হোম > সারা দেশ > নোয়াখালী

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নামের আগে ‘যুদ্ধাপরাধী’ বাধ্যতামূলক রাখার দাবি

নোয়াখালী প্রতিনিধি

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের নামের আগে যুদ্ধাপরাধী শব্দ লেখা ও পড়াকে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন নোয়াখালীর এক আইনজীবী। আজ মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানান মুহাম্মদ সামছুল ফারুক নামের ওই আইনজীবী। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করার দাবি জানিয়ে সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। সকাল ৯টায় রাষ্ট্রীয় ডাকযোগে এই লিগ্যাল নোটিশ মন্ত্রী বরাবর পাঠান বলে জানান এই আইনজীবী।

আইনজীবী সামছুল ফারুক তাঁর বক্তব্যে বলেন, সম্প্রতি দেখা যায় রাষ্ট্রীয় আইনে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান ও তা কার্যকর হওয়ার পর একটি গোষ্ঠী দণ্ডপ্রাপ্তদের নামের আগে-পরে শহীদ, আল্লামা, হাফিজাহুল্লাহ, রাহিমাহুল্লাসহ ধর্মীয় নানা বিশেষণ যুক্ত করছে। এসব সম্মানসূচক শব্দ বা বিশেষণ যুক্ত করে দণ্ডপ্রাপ্তদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ইসলাম ধর্ম কায়েম কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী ছাড়া কোনো দণ্ডপ্রাপ্তের নামের আগে বা পরে এসব বিশেষণ বা সম্মানসূচক শব্দ যুক্ত করা মানে রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল অপরাধ।

আইনজীবী বলেন, এমন দণ্ডপ্রাপ্তদের নামের আগে-পরে যুদ্ধাপরাধী শব্দ লেখা ও পড়াকে বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে আইন সংশোধন করে তাঁদের বিরুদ্ধে শাস্তির বিধানও রাখতে হবে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়