হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএসের ৯ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে সেনা অভিযানে আটককৃতরা। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার টংকবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরাপাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে ৪টি গাদাবন্দুক, ২০টি ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র এবং অন্য জিনিসপত্রসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।

আলীকদম সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন জ্যোতিবিকাশ চাকমা (২৮), আনন্দমোহন চাকমা (৭২), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)। তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মূল দল) সদস্য।

এই বিষয়ে আলীকদম সেনাবাহিনীর জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের চাঁদাবাজি এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা তৎপর। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানিয়েছেন, সেনাসদস্যরা আটককৃতদের পুলিশে সোপর্দ করেছেন, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির