হোম > সারা দেশ > বান্দরবান

পাহাড় ধ্বসে মাটি চাপায় আহত ২

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে পাহাড়ের বিশাল অংশ ধ্বসে পড়ে এস্কেবেটরের চালক ও সহকারী আহত হয়েছেন। এসময় মাটি চাপা পড়েছে পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও একটি মিনিট্রাক।

শনিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙ্গী পাড়ায় এই দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে এস্কেবেটরটি রাস্তার পাশে একটি পাহাড় কেটে মাটিগুলো  ট্রাক দিয়ে  অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো।হঠাৎ উপর থেকে পাহাড়ের একটি বিশাল অংশ ধ্বসে এস্কেবেটর ও ড্রাম ট্রাকের উপর পড়ে।

এসময় এস্কেবেটরসহ চালক এবং মিনিট্রাকটি মাটি চাপা পড়ে। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে  আহত অবস্থায় এস্কেবেটরের চালক মো. মনির হোসেন (২৫) কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা সাহেব মিয়া, আবুল কাশেম ও জাফর সাংবাদিকদের জানান, বান্দরবান পৌরসভার পক্ষে কাউন্সিলর সৌরভ দাশ শেখর রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করতে গিয়ে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলে। বালি মাটির পাহাড়টি অনেক উঁচু হওয়া সত্ত্বেও এস্কেবেটর দিয়ে বার বার পাহাড়ের গোড়ার অংশ থেকে মাটি কাটছিল তারা। এসময় হঠাৎ পাহাড় ভেঙ্গে পড়ে এস্কেবেটর ও চালক এবং একটি ট্রাক মাটি চাপা পড়েছে।

তারা আরো জানান, রাস্তার কাজ শেষ হলেও একটি চক্র পাহাড়টি কেটে মাটি বিক্রি করছিল।যে কোনো সময় পাহাড়টির আরো বিশাল অংশ ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান।

এদিকে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল সালাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

তবে রাস্তা চলাচলের উপযোগী করতে এস্কেবেটর ভাড়া নিয়ে মাটি সরানোর কাজ হচ্ছিলো বলে জানিয়েছেন প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, মাটি চাপা পড়া এস্কেবেটর ও ট্রাক আটক করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট