হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় মো. আলমগীর (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিখিল কুমার নাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, চট্টগ্রাম নগরের বায়েজিদ তবোস্তামী এলাকার এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় আলমগীরের। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে আলমগীর বিয়ের প্রস্তাব দেন। ২০১৮ সালের ১৮ আগস্ট নগরের বায়েজিদ তবোস্তামী এলাকায় তরুণীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আলমগীর। এ সময় তরুণী বাধা দিলে মাথায় হাত রেখে বিয়ের কসম কাটেন। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করার আশ্বাস দিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তরুণী আলমগীরের সঙ্গে যোগাযোগ করলে তরুণীকে চেনে না জানিয়ে হুমকি দেন।

এই ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী নারী ও শিশু ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে মামলা করলে ২০১৯ সালের ১ জানুয়ারি অভিযোগ আমলে নেওয়া হয়। ২০২১ সালের ৩ মার্চ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি