ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ বেশ কিছু দাবি জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি নার্স ও শ্রমিক-কর্মচারীরা। আজ রোববার সকালে নগরের প্রবর্তক মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্স ও শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
বেসরকারি নার্স ও শ্রমিক-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে ছাঁটাই বন্ধ, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, সরকারি কর্মচারীদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া ও রেশনিং প্রথা চালু।
এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরের কাজীর দেউড়ি, জামালখানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।