হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের সাত মন্দির সড়কে একটি মাদ্রাসার হেফজখানার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে থানায় অভিযোগ দেওয়ার পর ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বেলা দেড়টার দিকে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার ছাত্রের বাবা। পরে বেলা ২টার দিকে অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিককে (২১) আটক করে পুলিশ। তিনি পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী সড়কের মারকাজুল তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।

ওই ছাত্রের বাবা বলেন, মাদ্রাসার হেফজখানার শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রায় দুই মাস ধরে তাঁর ছেলেকে নির্যাতন করে আসছিলেন। কিন্তু তাঁর ছেলে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। সবশেষ ১ অক্টোবর সকালে ডেকে নিয়ে ওই শিক্ষক আবারও নির্যাতন করেন। তাতে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে বাসায় গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি মাদ্রাসাপ্রধানকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে নিরুপায় হয়ে তিনি থানায় মামলা করেন।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাঈম বলেন, ‘ঘটনা সত্য নাকি মিথ্যা তা পুলিশ তদন্ত করে বের করবে।’

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে আসামি আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার