হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ বলছে, নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

তবে স্থানীয়দের দাবি, তাড়া খেয়ে খালে পড়ে মারা গেছেন তিনি। 

আজ শনিবার ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খবির উদ্দিন (৫৪)। তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে। 

স্থানীয়দের বলছে, আজ ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামের কুদ্দুস মাঝির ছেলে বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে ঢোকার সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে তাঁকে ধরার জন্য ধাওয়া করে। একপর্যায়ে তিনি নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে ওই বাড়ির পাশের খালে পড়ে মারা যান। 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির