হোম > সারা দেশ > বান্দরবান

চকরিয়া ও লামার ১৯ ইউনিয়নে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলার ১৯টি ইউনিয়নে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগীয় অফিসের আওতাধীন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগীয় অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চকরিয়া ৩৩ কেভি লাইনের পাশে গাছপালা কর্তন, গ্রিড উপকেন্দ্রের সামনে আন্ডারগ্রাউন্ড কেবলের রক্ষণাবেক্ষণ কাজ ও ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চকরিয়া উপজেলার আওতাধীন সকল এলাকা ও লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ও ফাইতং ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগীয় অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাদিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও লামা উপজেলার দুটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের আওতাধীন ৯৫ হাজার গ্রাহক রয়েছে। চকরিয়া পৌরসভার কিছু এলাকা ও বমুবিলছড়ি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ চালু আছে। গাছপালা কর্তন ও গ্রিড উপকেন্দ্রের সামনে আন্ডারগ্রাউন্ড কেবলের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সেবা চালু করা হবে।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি