হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদিতে ময়লার গাড়ির চাপায় বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী নিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। 

রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে। 

নিহতের পরিবার জানায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিষ্কারের (বলদিয়া) কাজ করছিলেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিনের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আল আমিন তাঁদের জানান, ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে। 

পরিবার জানায়, দেশে রুহুল আমিনের মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। 

এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন। 

রুহুলের চাচা কামরুল হাসান বলেন, ‘বিয়ের দুই বছর পর সৌদি আরবে যান রুহুল। তাঁর একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ির চাপায় মারা গেছেন। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির