হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন: আ.লীগ ছাড়া সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত হারিয়েছেন। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাঁরা জামানত হারান। 

রোববার রাতে এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়ামে ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপনির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। তাঁদের মধ্যে ৫৭ হাজার ১৫৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ হিসাবে জামানত ফিরে পেতে কোনো প্রার্থীকে অন্তত ৭ হাজার ১৪৪ ভোট পেতে হতো। 

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পান ৫২ হাজার ৯২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ) ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) ৩৬৯ ভোট পান। 

এ হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়া বাকি পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। 

এ বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নিয়মানুযায়ী আওয়ামী লীগ ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা নির্বাচনের আগে জামানত হিসেবে রাখা ২০ হাজার টাকা ফেরত পাবেন না। 

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১৫৬ কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ১১ দশমিক ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটকক্ষ ছিল ১ হাজার ২৫১টি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল