হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ আবদুল হান্নান (৩৪)। তিনি চন্দ্রঘোনা বনগ্রাম সাবস্টেশন এলাকার আবদুল মান্নানের ছেলে। 

আহতেরা হলেন—রাউজানের পাহাড়তলী শেখ পাড়া এলাকার তাজ উদ্দিন আহমেদ (৪০), সোশ্যাল ইসলামি ব্যাংক ধামাইরহাট উপ-শাখার সোশ্যাল অফিসার মোফাচ্ছের হোসেন চৌধুরী রায়হান (৩০) ও চট্টগ্রামের অক্সিজেন এলাকার মো. মিনার (৩২)। এর মধ্যে মিনারের অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শী মো. মহিউদ্দিন জানান, ট্রাকটি মরিয়মনগর মাছ বাজারে ড্রামে করে মাছ সরবরাহ করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাটের দিকে আসছিল। গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মিনারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাক চালককে পাওয়া যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা