হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফেল করা ১৫৫ শিক্ষার্থী পুনর্মূল্যায়নে পাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বোর্ডের ১২ হাজার ৩৮ জন এসএসসি শিক্ষার্থী ফল প্রকাশের পর তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করে। পুনর্মূল্যায়নে ফেল করা ১৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। ৩৭ জন পেয়েছে জিপিএ ৫ ও ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনরায় এ ফল প্রকাশ করা হয়। 

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থীর ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ‘আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই–বাছাই শেষে শনিবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।’ 

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে