হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-দক্ষিণ হালিশহর বন্দরটিলা আলী শাহ পাড়ার শফি আলম সুফির নতুন বাড়ির মো. লিয়াকত আলীর ছেলে জিয়া উদ্দীন জিয়া ও কুমিল্লার মুরাদনগর দক্ষিণ পাড়া নওয়াব আলী মৌলভির বাড়ির মৃত মো. সুরুজ বেপারীর ছেলে মো. বেলাল হোসেন। 

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহায়তাকারী অ্যাডভোকেট আবু মোহাম্মদ আবু ঈসা বলেন, রায়ের সময় আদালতে আদালতে জিয়া উদ্দীন জিয়া উপস্থিত ছিলেন। তাঁকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে পলাতক মো. বেলাল হোসেনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ অক্টোবর দক্ষিণ হালিশহর বন্দরটিলা জেলে পাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় তৈরি কাটা বন্দুক, ওয়াকিটকি সেটসহ পুলিশের হাতে ধরা পড়ে জিয়া উদ্দীন জিয়া (৪১) ও মো. বেলাল হোসেন (৪৩)। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৩ সালের ২৯ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর