হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

৮ ঘণ্টা পর সেই বাঁকা লাইনে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় রেললাইন বাঁকা হয়ে যাওয়ার আট ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেঁকে যাওয়া জায়গার ওপর দিয়ে ট্রেন চলবে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে। 

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন পারাপারের মধ্য দিয়ে এই পথে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। 

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইন বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল পৌনে ১০টায় এই লাইন দিয়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, প্রচণ্ড গরমে সেই লাইন ফের বাঁকা হয়ে গেছে। এ সময় বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বাঁকা লাইন মেরামত করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন পারাপারের মধ্য দিয়ে এই পথে ট্রেন চলাচল শুরু হয়। পরে সন্ধ্যায় পারাবত এক্সপ্রেস এই লাইন দিয়ে আপলাইনে ঢাকায় যায়।’ 

স্টেশনমাস্টার আরও জানান, বেঁকে যাওয়া লাইনের ওপর দিয়ে সব ট্রেন সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচল করবে। 

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে প্রচণ্ড গরমে একই স্থানের রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী আপলাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ