হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৪ আসনের এমপিসহ ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

যাচাই–বাচাই শেষে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বর্তমান সংসদ সদস্যসহ চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপর দিকে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার চট্টগ্রাম-৪ এর রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) তোফায়েল ইসলাম এ ঘোষণা দেন। 

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান এবং বিএনএফের প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন। 

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী এস. এম আল মামুন, জাতীয় পার্টির দিদারুল কবির, ইসলামিক ফ্রন্টের মো. মোজাম্মেল হোসেন, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের শহীদুল ইসলাম চৌধুরী। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তিনি দলীয় পদের কোন কাগজপত্র জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের এক পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল, লায়ন মোহাম্মদ ইমরানের এক পার্সেন্টও জনসমর্থনের তালিকাও ভুল ছিল। এ ছাড়া বিএনএফের প্রার্থী ট্যাক্স রিটার্ন জমা করতে পারেননি। 

মনোনয়ন যাচাই–বাছাইকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. শামীম আলম, সহকারী রিটার্নিং অফিসার চট্টগ্রাম-৪ সহকারী রিটার্নিং কর্মকর্তা কে. এম রফিকুল ইসলাম ও সহকারী রিটার্নিং চট্টগ্রাম ৯-১০ এর কর্মকর্তা জাকিয়া হোসনাইন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির