চট্টগ্রামের পাথরঘাটায় ঝগড়ার পর ছেলের ধাক্কায় নিচে পড়ে গিয়ে প্রাণ গেছে বালাম দাশ প্রকাশ বলরাম (৬৫) নামের এক ব্যক্তির। গতকাল শনিবার বিকেলে পাথরঘাটা সেবক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ছেলে নয়ন দাশকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত নয়ন দাশ চট্টগ্রাম সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, শনিবার বিকেলে মদ্যপান করা নিয়ে বালাম দাশের সঙ্গে তাঁর ছেলে নয়ন দাশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে ছেলে নয়ন দাশ বাবা বালাম দাশকে ধাক্কা দিলে তিনি সোফার হাতলে পড়ে বুকে ব্যথা পান। পরে পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।