হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইরিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়।

পথে তাদের সিএনজিটি কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে সড়কের পাশে উল্টে পড়ে গেলে সিএনজির ভেতরে থাকা আইরিন ও আঁখি আহত হয়। পাশ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর বাসটি দ্রুত পালিয়ে যায়। নিহতের মৃতদেহ হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন নিয়ে গেছে বলে আমরা শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু