হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিঅ্যান্ডএফের ডাকা দুই দিনের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারা দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতি স্থগিত করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। 

আজ সোমবার বেলা তিনটার দিকে এ সংগঠন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হলো। 

এদিকে সোমবার সকালে জাতীয় বোর্ডের প্রথম সচিব আবুল বাসার মো. সফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা নিয়ে বৈঠকে বসবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সিঅ্যান্ডএফ নেতারা আশা করছেন বৈঠকে বিষয়টির সুরাহা হবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব শুল্ক স্টেশনে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন জানিয়েছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আমাদের এই লাইসেন্সটিকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে তুলনা করছেন। তাঁরা আমাদের ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। অথচ এই খাতে আমাদের বিনিয়োগ রয়েছে এবং সেই সঙ্গে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।’

এর আগে ২০২২ সালের ৭ জুন সংগঠনটি এসব দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিল। এরপর রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আইন সংশোধনের আশ্বাসে ওই কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু এরপর দাবি আদায়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি