হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে দ্বিতীয় ছাত্রী হল উদ্বোধন

কুবি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দ্বিতীয় হল উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ‘শেখ হাসিনা’ হল উদ্বোধন করেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির মোট পাঁচটি হল চালু হলো। তিনটি ছেলেদের এবং দুটি মেয়েদের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘২০১৪ সালের এই প্রকল্প অনেক বাধা বিপত্তির পর আজ উদ্বোধন হচ্ছে। এতে যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই হলের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় আমরা ঠিকাদার প্রতিষ্ঠান ডেকে এনে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি। এরপর থেকে আমরা সব সময় তাঁদের খোঁজ-খবর নিয়ে ছাত্রীদের সুবিধার্থে কাজ দ্রুত শেষ করেছি।’ 

উপাচার্য আরও বলেন, ‘এই হলটিকে অন্যান্য হলগুলো অনুসরণ করবে। তোমরা যেটা দাবি বলে মনে করো আমরা সেটাকে তোমাদের প্রয়োজন মনে করি। আর সেই হিসেবেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পড়ালেখার মান উন্নয়ন করা। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।’

এ সময় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক ভালো গবেষণা প্রকাশ করেছেন তাঁদের কয়েকজনের নাম উল্লেখ করে প্রশংসা করেন এবং সবাইকে গবেষণার প্রতি উৎসাহিত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। 

এ সময় উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নামে একটি হল করতে পারেনি, সেটা করে দেখিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ 

ড. মোহাম্মদ হুমায়ুন আরও বলেন, ‘আমরা ক্লাসে শুধু থিওরি পড়াই। আর সেই থিউরির প্রয়োগ হয় আবাসিক হল গুলোতে। এখানেই শিক্ষার্থীরা ক্লাসরুমের থিউরির প্র্যাকটিক্যাল প্রয়োগ করে।’

এর আগে ফলক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা ওড়ানোর পর পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের প্রভাষক নিশাত নিগারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান। পরে শিক্ষার্থীদের কাছে প্রতীকী চাবি হস্তান্তর করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে শেষ হয় হলের উদ্বোধনী অনুষ্ঠান।

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে