হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে গভীর রাতে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে গভীর রাতে ঘরে ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম তাহেরা বেগম (৬৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও তাহেরা বেগমের স্বজনদের ধারণা, চুরি করতে ঘরে ঢোকার পর দুর্বৃত্তদের দেখে ফেলায় তাহেরাকে হত্যা করা হয়। যদিও তাঁর ছেলে তারেক জানিয়েছেন, ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এটি চুরি না পরিকল্পিত হত্যাকাণ্ড, পুলিশ তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।

তাহেরা বেগম মুন্সিবাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। তিনি ছেলে তারেককে নিয়ে ওই ঘরে বসবাস করতেন।

জানা গেছে, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তাঁর ছেলে তারেক ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারেক বাজার থেকে ফেরার পর খাওয়াদাওয়া শেষে মা-ছেলে দুই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে জখম অবস্থায় ওই বৃদ্ধা তাঁর ছেলের কক্ষের কাছে গিয়ে চিৎকার করতে থাকেন। তারেক জেগে দেখেন তাঁর মায়ের শরীর দিয়ে রক্ত ঝরছে। ওদিকে ঘরের ভেন্টিলেটর ফ্যান খোলা। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাহেরাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারেক জানান, তাঁদের ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। চোরদের দেখে ফেলায় তাঁর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা দুর্বৃত্তদের দেখে ফেলায় ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার