হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রবাসীর মৃত্যুর ২৭ দিন পর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের হামলায় প্রবাসী আবু মুছা নিহতের ২৭ দিন পর আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের ছোট ভাই। 

দণ্ডবিধির ১৪৩ / ১৪৭ / ৩৪১ / ৩০২ / ১০৯ / ৩৪ ধারায় দায়ের করা সিআর মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘আদালত এই মামলাটি আমলে নিয়ে উক্ত তারিখ এবং সময়ে রাউজান থানায় এই সংক্রান্ত কোনো নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিনা সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন’ 

মামলায় অভিযুক্তরা হলেন–শাহাজাহান ইকবাল (৪৫) নাজিমুদ্দিন প্রকাশ টেক্সি নাজিম (৪৫), মনিরুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ প্রকাশ চড়াই (৫০), সাইফুদ্দিন বাবর (৪০), মো. আবুল কাশেম প্রকাশ কাশু (৩৫), নুরু আলম (৩৫), জসিম উদ্দিন হিরূ (৫২), নাছির উদ্দিন (৩৮), মো. আলমগীর (৪০), জিয়া উদ্দিন বাবলু (৩৫), মইনুদ্দিন (৩৫), মো. হায়দার (৩৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০)। 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর প্রবাস থেকে (ওমান) দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি নিজের বাবা-মায়ের কবর জেয়ারত করতে উপজেলার ডেউয়া হাজি পাড়া জামে মসজিদে যান আবু মুছা (৪৫)। জুমার নামাজ পড়ে কবর জেয়ারত করতে গেলে সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাউজান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা বা জিডিও কিছুই গ্রহণ করেনি বলে জানান বাদী মনিরুজ্জামান সোহেল (৩৮)। নিহত প্রবাসী মুছা একসময় এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ