হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে হামুনের প্রভাব: ৩০ টাকার বিনিময়ে মিলছে মোবাইল ফোনে চার্জ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চার দিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে চার্জ দিতে হচ্ছে স্থানীয়দের। 

এদিকে আজ শনিবার বিদ্যুৎ না থাকায় গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার ও সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গন্ডামারা ইউনিয়নের মো. হেফাজুল ইসলাম হোসানী বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে চার্জ দিচ্ছেন স্থানীয়রা। ৩০ টাকা জোগাড় করতে না পারায় অনেকে মোবাইলে চার্জ দিতে পারছে না।’ 

গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেয়াকত আলী (বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান) বলেন, ‘গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল ফোন চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মধ্যে মোবাইল ফোনে চার্জের ব্যবস্থা ও খাওয়ার পানি বিতরণ করা হচ্ছে।’ 

নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রতিটি লাইন তছনছ হয়ে যাওয়াতে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল ফোনে চার্জে দিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে। 

গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক গাছপালা ভেঙে পড়াসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি