হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে হামুনের প্রভাব: ৩০ টাকার বিনিময়ে মিলছে মোবাইল ফোনে চার্জ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চার দিন ধরে উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে স্থানীয় বাজারগুলোতে জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে চার্জ দিতে হচ্ছে স্থানীয়দের। 

এদিকে আজ শনিবার বিদ্যুৎ না থাকায় গন্ডামারা ইউনিয়নের সকাল বাজার ও সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গন্ডামারা ইউনিয়নের মো. হেফাজুল ইসলাম হোসানী বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে ৩০ টাকার বিনিময়ে চার্জ দিচ্ছেন স্থানীয়রা। ৩০ টাকা জোগাড় করতে না পারায় অনেকে মোবাইলে চার্জ দিতে পারছে না।’ 

গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লেয়াকত আলী (বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান) বলেন, ‘গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় খাওয়ার পানি ও মোবাইল ফোন চার্জ দিতে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে জেনারেটরের মাধ্যমে কোনো অর্থ ছাড়া স্থানীয়দের মধ্যে মোবাইল ফোনে চার্জের ব্যবস্থা ও খাওয়ার পানি বিতরণ করা হচ্ছে।’ 

নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের প্রতিটি লাইন তছনছ হয়ে যাওয়াতে এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি। তাই এলাকার মানুষের পানি ও মোবাইল ফোনে চার্জে দিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামীকাল রোববারের মধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে। 

গত মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক গাছপালা ভেঙে পড়াসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ