হোম > সারা দেশ > কক্সবাজার

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরীর প্রধান সহযোগী মুছা কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও তিন হত্যা মামলার আসামি সাবেক সংসদ (এমপি) সদস্য জান্নাত আরা হেনরীর প্রধান সহযোগী আবু মুছাকে (৪২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলী পয়েন্ট সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবু মুছা সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। 

আবুল কালাম বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলার আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের তৎপরতা অব্যাহত ছিল। 

গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে তিন হত্যা মামলার আসামি আবু মুছা অবস্থান করার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আবুল কালাম বলেন, ‘গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের বিষয় স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতার দাপট দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ 

আবুল কালাম চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার মুছা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর প্রধান সহযোগী হিসেবে পরিচিত।’ গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু