হোম > সারা দেশ > কক্সবাজার

ডিসি সাহেবের বলী খেলায় লিটন বিশ্বাস ও নুর মোহাম্মদ যৌথ চ্যাম্পিয়ন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলায় ঢাকার লিটন বিশ্বাস ও উখিয়া উপজেলার নুর মোহাম্মদ বলী যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল শনিবার ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ৬৭ তম এ আসর বসে। দীর্ঘ ৩০ মিনিটের লড়াইয়ের পরও একে অপরকে পরাজিত করতে না পারায় দুজনকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি। 

গতকাল বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় নুর মোহাম্মদ বলী প্রথম রাউন্ডে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে জীবন বলীকে পরাজিত করে ঢাকার কুস্তিগির লিটন বিশ্বাসের সঙ্গে ফাইনাল খেলেন। জীবন বলী সদ্য সমাপ্ত চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন ও শাহজালাল রানার্সআপ আপ হন।

দেশের বিভিন্নস্থান থেকে প্রায় ৩৫০ জন বলী এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় নারী বলীও অংশ নেন। নারী বলীদের খেলায় বাংলাদেশ পুলিশ সদস্য ফাতেমা খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিথি রায়। 

বলী খেলা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ। এ ছাড়া জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। 

 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ