হোম > সারা দেশ > নোয়াখালী

পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ ওই নারীকে জিম্মি করেছে লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় একদল দুর্বৃত্ত ঘর থেকে ৬টি মোবাইল, ২ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, ৮ পিচ শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রী ও ১ কার্টন খেজুর লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়ির শাহনাজ আক্তারের (৪৫) স্বামী মারা যাওয়ায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে নিজের বসত ঘরে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে খাওয়ার পর নিজেদের কক্ষে সবাই ঘুমিয়ে পড়েন।

পরে রাত ৩টার দিকে অজ্ঞাত ৮-১০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত পাকা ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা শাহনাজ ও তাঁর সন্তানদের অস্ত্রে মুখে জিম্মি করে ঘরে লুটপাট চালায়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু