হোম > সারা দেশ > ফেনী

কারাবন্দী বিএনপি নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি 

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।

বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির বাসিন্দা ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক এসে প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে আকবর সাহেবের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়ির লোকজন আতঙ্কে আছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ