হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে ব্যবসায়ীকে পায়ের রগকেটে হত্যা 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা তিতাসে মো. মাসুম ওরফে মাজহারুল (২৮) নামে এক মুদি ব্যাবসায়ীকে পায়ের রগকেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে। 

নিহত মুদি ব্যবসায়ী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে। 

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবার সূত্রে জানতে পারি, দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আসামি শুক্কুর আলীর সঙ্গে মাসুমের টাকা পয়সার লেনদেন ছিল। এ ছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে, কারা তাকে মারধর করেছে। 

তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি, দ্রুত সময়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারব।’ 

নিহত মাসুদের মা মাসুদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (বুধবার) বেলা ২টায় খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আসর নামাজের পর ফোন দিয়ে বিকাশে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) নেয়। সন্ধ্যা হয়ে গেলে আমার মেয়ে ফোন দিয়ে বাড়িতে আসতে বললে ওই প্রান্ত থেকে বলে আপনার ভাই কালকে আসবে। তখন আমি কান্না করতে থাকি।’ 

তিনি বলেন, ‘রাত আনুমানিক ৮টায় খবর পাই, আমার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা। দ্রুত ঢাকা নেওয়ার পথে মেঘনা এলাকায় পৌঁছালে আমার মাসুম মারা যায়।’ এই কথা বলে মাসুমের বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার