হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ডাকাতদের চিনে ফেলায় নারীকে গুলি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গুলিবিদ্ধ জাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।

জাহানারা বেগমের ভাষ্য, সোমবার ভোরে জাহানারার বসতঘরে ১০-১২ জনের ডাকাত দল প্রবেশ করে। জাহানারা টের পাওয়ার পর ডাকাতদের চিনতে পারেন। তখন তাঁর পায়ে গুলি করে মালপত্র না নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধজগতের মানুষ। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি, ডাকাতি করতে ১০-১২ জন প্রবেশ করেছিল তাঁর ঘরে। তিনি টের পাওয়ায় তাঁকে গুলি করে ডাকাতেরা পালিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তাঁর স্বামী ভালো নন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল