হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ডাকাতদের চিনে ফেলায় নারীকে গুলি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গুলিবিদ্ধ জাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।

জাহানারা বেগমের ভাষ্য, সোমবার ভোরে জাহানারার বসতঘরে ১০-১২ জনের ডাকাত দল প্রবেশ করে। জাহানারা টের পাওয়ার পর ডাকাতদের চিনতে পারেন। তখন তাঁর পায়ে গুলি করে মালপত্র না নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধজগতের মানুষ। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি, ডাকাতি করতে ১০-১২ জন প্রবেশ করেছিল তাঁর ঘরে। তিনি টের পাওয়ায় তাঁকে গুলি করে ডাকাতেরা পালিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তাঁর স্বামী ভালো নন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল