হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ডাকাতদের চিনে ফেলায় নারীকে গুলি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গুলিবিদ্ধ জাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।

জাহানারা বেগমের ভাষ্য, সোমবার ভোরে জাহানারার বসতঘরে ১০-১২ জনের ডাকাত দল প্রবেশ করে। জাহানারা টের পাওয়ার পর ডাকাতদের চিনতে পারেন। তখন তাঁর পায়ে গুলি করে মালপত্র না নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধজগতের মানুষ। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি, ডাকাতি করতে ১০-১২ জন প্রবেশ করেছিল তাঁর ঘরে। তিনি টের পাওয়ায় তাঁকে গুলি করে ডাকাতেরা পালিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তাঁর স্বামী ভালো নন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু