হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগের কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র, তোপের মুখে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন আজমাইন আঞ্জুম নোয়েল নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠলে অবশেষে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে ওই কমিটি থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। 

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। 

জানা যায়, উপজেলা হওয়ার চার বছর পর লালমাই উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। কমিটিতে শাহপরান সওদাগরকে সভাপতি এবং আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল নিজ নিজ পোস্ট করেন। এদিকে লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র সদস্য পদ পাওয়ায় বিষয়টি এখন সবার মুখে মুখে।

নবগঠিত কমিটির তালিকায় দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় রয়েছে আজমাইন আঞ্জুম নোয়েল। তবে নোয়েল চতুর্থ শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির ছাত্র—এমনটাই দাবি বাবা মো. কামাল হোসেনের। 

এ বিষয়ে মো. কামাল হোসেন বলেন, `আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আশা করি আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করব।'

বিষয়টি নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, `অতি উৎসাহী কারও জন্য এমন হতে পারে। অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে। খোঁজ-খবর নিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। পরে তাকে ওই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল