হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগের কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র, তোপের মুখে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন আজমাইন আঞ্জুম নোয়েল নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠলে অবশেষে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে ওই কমিটি থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। 

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। 

জানা যায়, উপজেলা হওয়ার চার বছর পর লালমাই উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। কমিটিতে শাহপরান সওদাগরকে সভাপতি এবং আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল নিজ নিজ পোস্ট করেন। এদিকে লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র সদস্য পদ পাওয়ায় বিষয়টি এখন সবার মুখে মুখে।

নবগঠিত কমিটির তালিকায় দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় রয়েছে আজমাইন আঞ্জুম নোয়েল। তবে নোয়েল চতুর্থ শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির ছাত্র—এমনটাই দাবি বাবা মো. কামাল হোসেনের। 

এ বিষয়ে মো. কামাল হোসেন বলেন, `আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আশা করি আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করব।'

বিষয়টি নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, `অতি উৎসাহী কারও জন্য এমন হতে পারে। অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে। খোঁজ-খবর নিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। পরে তাকে ওই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত