চট্টগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে অগ্নিদগ্ধ শিশু আবির হোসেন (১২) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তাঁর মৃত্যু হয়। সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত ২০ নভেম্বর নগরীর বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকায় কোচিং সেন্টারে পড়তে গিয়ে একটি ভবনের ছাদে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় আবির। এ সময় তাঁর শরীরে অনেকাংশ দগ্ধ হয়।
আবিরের বাবা মো. বেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিদগ্ধের পর আবিরকে প্রথমে চমেক হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এত কিছুর পরও শেষ পর্যন্ত আমার কলিজার টুকরাকে বাঁচাতে পারিনি।’