হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে কাজী রশিদ আহাম্মদ রাব্বি নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার সহদেবপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

রাব্বি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার কাজী শামসুদ্দিনের ছেলে। তিনি কালিদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ জানায়, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার দিকে ফেনীর মহিপাল আর্মি ক্যাম্পে দায়িত্বরত মেজর ফাহিম মোনায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এতে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকা থেকে কাজী রশিদ আহাম্মদ রাব্বিকে আটক করা হয়। পরে শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাফর আহম্মদ (৫৩) নামে এক টমটমচালককে হত্যার ঘটনায় দায়েরকৃত এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, টমটমচালক হত্যা মামলায় এই যুবলীগ নেতা এজাহারভুক্ত আসামি। এ মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ এবং আরও ১০০-১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় এই মামলা দায়ের করেন। 

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে তাঁকে আটক করা হয়। টমটমচালক জাফর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫