হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সড়ক উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া-অন্নদাদত্ত-হাইদগাঁও-রানগুনিয়া জেলা মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে বৃহত্তম গুরুত্বপূর্ণ এ সড়কের উদ্বোধন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ প্রমুখ।  

জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম জোন) দ্বিতীয় পর্যায়ের অধীনে সড়ক ও জনপথ বিভাগ দোহাজারীর অধীনে এ সড়ক নির্মাণ করা হয়েছে। জেলা মহাসড়কটি বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগ। 

এ সড়কটি পটিয়া-অন্নদত্ত-হাইদগাঁও জেলা মহাসড়কের প্রকল্পের দৈর্ঘ্য ৫ দশমিক ৫০ কিলোমিটার। সংযোগকৃত স্থান পটিয়া উপজেলার সঙ্গে ও রাঙ্গুনিয়া উপজেলার সংযোগ করা হয়েছে। ফলে দুই উপজেলার মানুষ সহজে যাতায়াত করতে পারবে। 

এ ব্যাপারে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, বর্তমান সরকারের সময়ে দক্ষিণ চট্টগ্রামে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রশস্ততায় উন্নীতকরণের মাধ্যমে পটিয়া-অন্নদাদত্ত-হাইদগাঁও-রাঙ্গুনিয়া সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। যোগাযোগ ক্ষেত্রে দুই উপজেলার মেলবন্ধনের এ সড়কটি স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত